তুমি আসবে বলে,
রাত জেগে বুনেছি হাজারো স্বপ্নের বীজ।
কেঁদেছি পরম সুখে,সৃষ্টিকর্তার প্রতি-
তোমার সুস্থতার প্রার্থনায়, অব্যক্ত বেদনায়।

তিলে তিলে তুমি আমায় করেছ শাসন,
আর আমি!
মেনে নিয়েছি হাসি মুখে সব,
মা হবার স্বপ্ন করেছি লালন।

সেদিনের কথা খুব মনে পড়ে,
যেদিন, তোমার বাবা এক টুকরো স্বপ্ন আমাকে দিয়ে বলেছিল,
"দেখো! সে হবে আমাদের গর্বের কারণ,
আমাদের সুখ, ভবিষ্যতের অবলম্বন"।
এই ভেবে কেটেছে কত সময় অামাদের,
ভেবেছি শত শত নাম, কোন নামে ডাকব তোমায়।
কথা কাটাকাটি হয়েছে বহুবার,
তোমার বাবার আর আমার।
বড় হয়ে কী হবে তুমি,
ডাক্তার নাকি ইনঞ্জিনিয়ার?

অতিথি অাগমনের সময় সন্নিকটস্থ হলো...
কত উৎকন্ঠা, ব্যাকুলতা আমার।
কত রাত ঘুমোতে পারিনি নিজেই জানিনা।
শত কষ্টেও ব্যথিত হয়নি আমি,
করেছি তোমার মঙ্গল কামনা।

হঠাৎ একদিন সেই মাহেন্দ্রক্ষণ এলো,
তুমি এলে, আমাদের চোখে মুখে, ছড়িয়ে দিলে অালো।


ধন্যবাদ।
(সুখের কারিগর)