যদি পরাণ পুড়ে, কারো তরে,
অাকুল হয় হৃদয়।
তবে আপন করে, ডাকিস তারে,
শুনবি কথা কয়।
যদি দেখতে তারে, হৃদয় পুড়ে,
হৃদয়পুরে যাস।
সেথা দেখবি পরে, তোকে নিয়েই,
করে সে বসবাস।
তবে বারণ করি, যাসনা নেন,
তার আশেপাশে,
সেতো দুরে বলেই, অাছে আপন,
কল্পলোকের বেশে।