বিশ্ব বিবেকে আজ, জন্মেছে আলসার,
অন্যায় ন্যায় আজ, এটাই কালচার।
বিচারক আছে বসে, বিচারের আসরে,
অপরাধী ঠিক করে, কী হবে বিচারে।
ডাক্তার আছে ঠিক, সেবকের মুখোশে,
চিকিৎসা হয় আজ, বেচাকেনার আদলে।
শিক্ষক ভাবে আজ, রাজনীতি করব,
মানহীন শিক্ষাতেই, দেশটাকে গড়ব।
সামাজিক কালচার, উন্নত বড় আজ,
ন্যায়বান চুনোপুঁটি, পাপীরা মহারাজ।
.............
এই হলো হালচাল, আমাদের সময়ের,
কী জানি হবে কাল, জানা নেই সকলের।।