এই নিষ্ঠুর পৃথিবী কি দিয়েছে আমায়
ঘৃনা,দুঃখ,কষ্ট,লাঞ্চনা ব‌্যতীত
প্রতিনিয়ত হতে হয়েছে আমায় প্রতারিত,লাঞ্চিত,অপমানিত
ঠুকরে ঠুকরে আমার সর্বস্ব শেষ করে দিচ্ছে
তিলে তিলে আমাকে মেরে ফেলছে
আমার সাজানো স্বপ্ন গুলোকে এক নিমেষে বিলীন করে ফেলেছে
আমার সাজানো পৃথিবীটাকে এক মুহূর্তে চুড়মাড় করে দিয়েছে
আমার বুক খালি করে সমুদ্র পরিমান দুঃখ দিয়েছে
সেই সমুদ্রের পানি আমার চোখ দিয়ে পরে আমার বুক ভিজিয়ে ফেলে
সামান‌্য কিছু জিনিস আকড়ে ধরে বাচঁতে চেয়েছিলাম
এই নিষ্ঠুর পৃথিবীর সাথে টানাপড়নের খেলায় তাও হারিয়েছি
আমি যতবার জিততে গিয়েছি
এই নিষ্ঠুর পৃথিবী ততবার আমাকে হারিয়েছে
আজ আমি হারতে হারতে ক্লান্ত
এই টানাপড়নের খেলায় নিষ্ঠুর পৃথিবীর সাথে
নতুন উদ‌্যোমে সবকিছু শুরু করার মতো শক্তি আমার মধ‌্যে আর নেই
বারবার হারতে হারতে আজ আমি সেই শক্তি হারিয়ে ফেলেছি
তাই চলে যাবো এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে
ঐ দুর আকাশের তারা হয়ে
ভেবেছিলাম এই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুরতাকে হার মানিয়ে জয়ী হবো আমি
তবে আজ আমি আমার পরাজয় স্বীকার করছি
এই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুরতার সাথে আমি আর পারলামনা
এই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুরতার কাছে আমি পরাজিত