এক নি:শ্বাসে হয়না তালাক,
এই খেলাটি মানুষের বানানো |
যেথায় সন্মানে ভূষিত নারিরা,
সেথায় সর্বদেশের নারী খেলা পাত্র |
এক/দুই/তিন ইদ্দতের পর,
হবে তালাক |
তার মাঝেই রাজার কাছে নালিশ,
সমগ্র দেশে বাড়ল তার খমতা |
বর্তমানে বাস্তবতাই আমরা আধুনিক,
নারীর সন্মানে মহামিছিল ,
খুজছি ন্যায়,
নাস্তিকতার স্তুপে দাড়িয়ে |
নজর নেই ধর্মনেতাই,
শুনছি কারো বিবির কথা,
যার অঙ্গভারনে নেই ধর্মছোয়া ,
সে কী বুঝে তালাক কথা ?