নামটি আমার বড় কঠিন ছিল,
সবাই কেমন ভুল করত আমায় ডাকতে গিয়ে,
আমার এখনো মনে পড়ে,
তোর দক্ষিণের দরজা দিয়ে প্রবেশ করা,
মনে পড়ে তোর সেই দিনটি ?
সেই দিনেই আমাদের প্রথম দেখা ।
ভরা ঘরে সেইদিন তুমি বসেছিলে ,
সামনের সারিতে; কথায় আসক্ত সবার মাঝে,
আমার কান জোড়া খুঁজছিল,
তোর মুখ নির্গত বর্ণগুলিকে,
এই ভাবে কিছুদিন চলার পর,
অদল বদল হলো আমাদের নাম ।
তবে কাঠিন্য আসলো তখনই,
তোমার কন্ঠ ধ্বনি হতে নির্গত আমার নামের,
এতদিনের ভুলের সেই দিন হবে অবসান,
আমার কর্ণজোড়া যেদিন শুনল,
তোমার দেওয়া নতুন নাম ।
দীর্ঘ আটটি বসন্ত পার হয়ে গেছে,
আজও আমার কান দুটি অপেক্ষায় ,
তোমার মুখ হতে সোনার জন্য,
তোমার দেওয়া সেই নাম ।
তুমি কি জানো,
আজ আর কেউ ভুল করে না,
আমার নাম ধরে ডাকতে গিয়ে,
কারণ তোমার দেওয়া সেই নামে,
আজ আমি সর্বস্থানে পরিচিত ।