গুপ্ত কবির প্রয়াত দেড় শতক-'একদশকে,
আধুনিকতায় আগলে ছিল মধ্যকে,
চির স্মরনে লগে হারায়নি নিজেকে,
আপবাদে জলেছিল জোনাকি হয়ে,
কবি-অকবি,আজ তিনি কোথায় সয়নে,
সময়ের সখা-সখি বদলে যায় আগামিতে,
রয়ে যায় নামটা,
জোনাকির আলোয় অন্ধ হয়ে হাটা যায়না পথটা ।
নিশ্চুপ থাকি,তবু স্মরনে বাজে,
চোখের কনার অট্টহাসি,
ছল ছল করে আনমোনা তাকানোর হাসি ।
পিছনে ঝড়ুদার কাকের বিশ্রি শব্দে,
রাগান্বিত দৃষ্টিকোনে অভিমানি বিচিত্র কথা ,
এবং আমি ।