বন্ধ হয়নিকো নয়ন পলক,
তবে আমি ঘুমিয়ে ।
বয়ে চলেছে স্মৃতি ধরা, অগোচরে মনে,
না জানি কোথায় আমি গিয়েছি শয়নে ।
দূষিত বায়ুস্তরের মাঝের সেই দিন,
মুখে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলাম আমি ।
একবার , বারবার , অনবরত
দেখেছি তোমায় বাস্তবতার সমাজে ।
তুমিই সঠিক ফেমিনিজম,
দৃষ্টান্ত বিকৃত সমাজে ।
চাকরির যুদ্ধে প্রতারিত তুমি,
প্রতারিত তুমি সমাজ ব্যবস্থা থেকে ।
আজ তুমি রাজপথে ই-রিক্সা নিয়ে ।
আয়নার সামনে বসে ' চুড়ি 'পড়ো তুমি,
জানো কি তার ইতিহাস ?
অতীতে যা ছিল সমাজের বন্দীদশা,
আজ তা তোমাদের অলংকার ।