পত্র লজ্জা
প্রিয়তমাসু,
এখন এ দেশে রাত্রি নামে দুচোখে সন্দেহ ঘনিয়ে,
বিবেক আর যুক্তি সারারাত পাহারা দেয় আমাদের আমিত্বকে ।
আজ অজানা ভয় গ্রাস করেছে
সম্পর্কের রশিটাকেও
সম্বলহীন বুদ্ধিও ছুটি নিয়েছে নিজের সুরক্ষায়
আজ শুধু এখানে হা-প্রত্যাশার অপেক্ষা
লাজ ধর্মের ভয়
ভক্ষকের ভূমিকায় বিচরণ করে রক্ষকের দল।
তুমি চেয়েছিলে ফিরতে ....
ইচ্ছা থাকলে উপায় নেই !
যেখানে সর্বগ্রাসী অত্যাচার ,
যেখানে লজ্জা হরণের হুমকি ,
যেখানে ইজ্জত গ্রাসের আনন্দের উল্লাস আমি তো পারিনা তোমাকে একা রেখে চলতে ভালবাসার দাম দিতে গিয়ে
হয়তো দিতে হবে জীবন
নিঃসঙ্গ হবে তুমি ,
তারপর বাকি জীবন ---
শকুনের মতো ছিঁড়ে ভাগ করে নেবে ওরা ;
আমি নিরুপায়!!