খোলা পিঠ
স্বপ্নের মাঝে জেগে ওঠে ঘুম
বসন্তের মন খারাপের মতো
দুই চোখ খোঁজে প্রত্যাশা ;
দিন চলে যাবে , বছর চলে যাবে
আবেশের আড়ালে হারিয়ে যাবে
সেই খোলা পিঠ ,
তবু তারে আর দেখা যাবে না।
যদিও সে সম্মুখে আসে
ঘাড়ের দুপাশে ভেজা থাকে চুল ,
সিক্ত তনু ভাঁজে ঘোষিত হয় নগ্নতা -
তবু সে হবে অচেনা।
কারণ আমার চোখ কেবল
ওই পিঠই খোঁজে, মুখ নয় ;
পেলব ভালো লাগায় জাগে প্রেম
ঘাড়ের পিছনে সরু চেন -
ঘোষণা করবে আভিজাত্য ,
বাসর চোখে ওই পিঠ এলেও
তবু অজানা থেকে যাবে।
অন্তরে অতৃপ্তি দিয়ে --
ঘুরে বেড়াবে, ওই খোলা পিঠ ।