কাল সাত্যকি


কালের অমোঘ বেমানান বিতানে
     আমি কাল সাত্যকি !
মাকড়সার বিমর্ষ জাল ছিঁড়ে
                     বেরিয়ে আসার চেষ্টায়
     আমি আজ কঠিন অপরাধী ।
কলঙ্কিত লজ্জা আবিষ্কারের পর
            আজ চরিত্রহীন !
                   বিষহীন ।
তবু দংশনে দংশনে আমি বিষাক্ত ;
        আমার আকণ্ঠ পর্যন্ত
রয়েছে গরলের তীব্র প্রহেলিকা
          তবু আমি অমর ।
সম্মুখে সাজানো -- নীলচে বোতল ভরা
                             নিদ্রার সুগভীর সুখ বিষ
         তবু পান করতে পারছিনা ,
ইচ্ছে করছে  -- অন্তর দহন জ্বালা জুড়িয়ে
                               মৃত্যুকে বলি কাছে নাও
             তবুও মরতে পারছিনা ,
মনে হয়  -- দিগন্ত প্রসারিত শূন্য মাঠে
                             সঙ্গী করি এক রাস কান্না
              তবুও কাঁদতে পারছি না ।
       তবে কি সত্যিই আমি সাত্যকি ?
               চলন্ত গাড়ির নীচে
            নিজেকে দুমড়ে-মুচড়ে
    এক করে দিতে ইচ্ছে করে তখন --
      যখন সত্য আর নিন্দার ভিড়ে
       কঠিন সাজা পায় নিরপরাধী
                           নিষ্কলঙ্ক একটা সত্য ;
বিশ্বাসের পরিবর্তে
        অবিশ্বাসের খাড়ায় পথে রচিত হয়
        এক নিষ্কণ্টক জীবনের অধ্যায় ।