গরিমা
তপ্ত তাপ বৈশাখে আম্র বকুল শাখে
শুনিয়া কোকিল কূজন ।
বৈরাগী শ্যাম মনে হৃদয়ের কাননে
উঠিল রাধার গুঞ্জন।।
নিধু কুঞ্জ বিটবী সাজিয়াছে অটবী
শ্যামেরে করিছে পাগল।
প্রেম প্রেম পিয়াসী দুই আঁখি উদাসী
ভাঙিল মনন আগল ।।
সারাদিন রহিয়া পথ পানে চাহিয়া
শ্যাম ভাবিছে রাধা' লাগি ।
যদি রাধা স্বপনে আসে গো আনমনে
বিনিদ্র রাত শ্যাম জাগি ।।
রাধার দরশনে শ্যাম অনশনে
রহিছে গৃহ পানে চাহিয়া ।
হাসি রাশি দশনে শিথিলতা বসনে
রাধারে দেখিতে পাইয়া ।।
শ্যাম মনে পুলক আঁধারের আলোক
রাধা তার পূর্ণ চন্দ্রিমা।
রাধা বিনে মুরারী শব্দ হীন মূরলী
রাই যেন তার গরিমা।।