একুশে বাংলা
মনে পড়ে আজ ভাইয়ের রক্ত
ভাষার লড়াই জারি
রাজপথ জুড়ে লোহিতে রাঙানো
একুশে ফেব্রুয়ারি ।
আবেগের কথা মাঠে হলো খুন
ক্ষেপে গেল মাঠ ঘাট
ভাষার জন্য বাধবো লড়াই
উচ্চারিল পথ বাট ।
মাঝিথেকে কুলি ভাষার লড়াই
বাংলা উঠলো জেগে
ভাষার আ বোলে বাংলা জুড়াই
নিজের রুধীরে রেঙে ।
আখি ভরা জল করে ছল ছল
মা বলিতে আনচান
শহীদের দানে বাংলা অমর
বাংলা জুড়ায় প্রাণ ।
আজও শুনি তাই বুকের ভিতর
ভাইয়ের কান্না লুকানো
অনুভবে দিন একুশে বাংলা
তাদের রক্তে ভেজানো।