যখন অন্ধকারে পথ ঢেকে যায়
যখন এদিক-ওদিক নাই দেখা যায়
তখন নীরব হয়ে ছবি নিয়ে ভাসো ,
যখন পর্দা এসে আড়াল করে
যখন মনুষ্যত্ব শুধুই ডরে
তখন হাস্যমুখে দর্পণ তুমি হাসো ।
যখন সহিংসতা ভেংচি কাটে
সমাজের অবয়ব দৃশ্য কাটে
বিকৃত চেহারা ভাবায় যদি ভাবো ,
যদি মহান প্রেমও যায় গো ঢেকে
যদি নাই দেখা যায় ডেকে ডেকে
অন্তরে প্রেম কে রেখে দর্পণ তুমি হাসো ।
কেউবা যদি অর্থ দিয়ে বলে
জাতির কর্ম নিজের মত চলে
যদি কেউবা বলে ভয় দেখিয়ে ভাগো ,
সন্ত্রাস মেপে যদি কাঁপে জীবন
হয় উতলা হোক দগ্ধ ভুবন
গম্ভীর হলেও নদী দর্পণ তুমি হাসো ।