বৃদ্ধাশ্রমী
  

ঘুম বয়ে যায় বিবেক চেতনা'
তমসা ঘোরের একি আয়োজন
স্নায়ুবিক সুরে নিখিল যাতনা
অস্থি মজ্জা জুড়ে তব প্রয়োজন ।

রেমেডিক বাণী ভুলায়েছে কোল
মধুতার বর্তে করলার স্বাদ
আঁচলের তলা খুঁজে ফেরে মন
আমার আতুর আজকে বে-স্বাদ ।

প্রশান্তিতে বয় রাতের উত্তরা
চোখ বুজে দেখে তালপাতা পাখা
মশারির তলে বাহুর বালিশ
প্রাণ আজো চায় প্রদীপের শিখা ।

কালো জঠরের শুভাশিস বাণী
এনে দেয় মাথে আলো ছায়া কোল
বার্ধক্যের শিলা অলস সজ্জায়
বলে ওঠে কেঁদে ক্ষুধাতীত বোল ।

অবসন্নতায় তুমি বিষণ্ণত
খামে মোড়া পড়ে শেষ নীল চিঠি
বৃদ্ধাশ্রমে বসে আমার আঁতুর
মায়ে পোয় সেই স্নেহ মাখা দিঠি ।