বিচার নিভৃতে
কিসের এত কড়া প্রহরা
কিসের এত আয়োজন
ঘটনা যদি সত্যি নয়
বেড়ার কেন প্রয়োজন।
জাতীয়তা ছিল যেথা
রং খেলা তো ছিল না
তবু কেন দেশের মানুষ
ঠিক বিচারটা পেল না।
আড়াল করে সত্যটাকে
বাঁচল কি মিথ্যাচারে
কেন কঠিন ভয় ধরালো
নেই যে কেউ ঘুমের পাড়ে।
তিলোত্তমা তিলোত্তমা
বাঁচতে তোমায় দিল না
স্বার্থ লোভী ঘৃণ্য সমাজ
নিংড়ে নিতে ছাড়ে না ।
প্রশাসনে আটকে দিল
তোমার বিচার নিভৃতে
বিচার নামের প্রহসনে
সাজাতো নেই উস্কানিতে।