বাসন্তিক

      ব্যস্ত শহরের গলির মাথায়
             উত্তরণ ঘটে
          উদ্ভীন্না বসন্তের;
        ব্যস্ততা থমকে যায়
দুই চোখ আগ্রহ ভরে অনুভব করে
       হৃদয় ছোঁয়া অনুভূতি।

        পাগল শীতের ছটফটানি
    উষ্ণ গ্রীষ্মের মতো গলতে থাকে ,
         সারা শহর তখন মাতাল
    তোমাকে জড়িয়ে ধরার আগ্রহে ;
     গাঢ়ো লাল ওষ্ঠে ডুবতে চাওয়া
         প্রেমের দেওয়া নেওয়াতে --
        তোমার পিনাগ্র বসন্তের সূঁচ
    বিদ্ধ করেছে পুরুষ শহরের হৃদয়,
        হয়, সেটা তোমার অজান্তে
           নয়তো দেখার আঙ্গিকে।

     তুমি তোমার অজান্তেই নিষ্প্রভ
           কিন্তু, স্বয়ং প্রভের মতো
               তুমি দান করেছো
               তোমার মাদকতা,
         তোমার বাসন্তিক বাহারে
                  পূর্ণ হয়েছে---
                মরু শুষ্ক শহরের
        নিটোল ভালবাসার ওয়েসিস।