দুঃস্বপ্ন,
ঠিক দুঃস্বপ্নের মতই কেঁটে গেল দিনটা!
শত মানুষের আসা যাওয়া,
কৌতুহলী চোঁখে আমাদের দিকে চেঁয়ে দেখা।
সব কিছুই উপেক্ষা করতে পারছিলাম,
শুধু পারছিলাম না মাথার মধ্যে ঘুরতে থাকা
রাশি রাশি চিন্তা গুলোকে;
স্মৃতি, কল্পনা; চিন্তা আমাকে এত ব্যস্ত করছিল যে,
আমি বারংবার হারিয়ে ফেলছিলাম নিজেকে !
যখনই তোমার নিঃথর নিশ্চল মুখের দিকে
আমার চোখটা পরছিল, কোথায় যেন মিলিয়ে যাচ্ছিল
এই পৃথিবী। শুধু তুমি,
শুধু তোমার স্মৃতিই যেন আমার একমাত্র সম্বল,
আত্মচিৎকার, আর শত শত কোলাহল,
নিমিষে হারিয়ে গেল কত অল্প সময়ের মাঝে।
দিনটি চলেগেল ঠিক দিনের নিয়মে,
দিনের আলো ফুরালো, আঁধার এল নেমে;
একটি দুঃস্বপ্ন পাল্টে দিল আমার পৃথিবী,
তোমার দিকে তাকায়, কাল ফ্রেমে বাঁধা ছবি,
স্থীর চক্ষু তোমার, ঠোঁটে মৃদু হাসির আভা,
কি সুন্দর টেরি কাটা, কাচাঁ পাঁকা চুলে!
দুঃস্বপ্ন ঘেরা দিনটা সবাই গেল ভুলে।
আমার ভাললাগার দিনগুলো সেই দিন গেল থেমে,
তোমার সাথে বন্দী হয়ে কাল স্টীলের ফ্রেমে ।।