পদ্ম ফোটে,
গোলাপ ফোটে,
পলাশ ফোটে
রাঙ্গা ঠোঁটে,
হাস্যে তাহার
মুক্তা ঝরে।
জোৎস্না লোটে,
মুখ খানি তার
পূর্নিমারই চন্দ্র বটে।
যুগল ভুরু ধনুক বাঁকা,
চক্ষে যেন কাজল আকাঁ,
আসমানেরই তারা যেন
টিপ হল তার ঐ ললাটে।
কাল মেঘের বরণ কেশ,
শ্বেত কমলের হিয়ার দেশ,
দেখে তারে, স্বপ্নদেশের
পরী দেখার সাধ মেটে।
অঙ্গ তাহার কাঁচ্চা সোনা,
রূপের তাহার নেই তুলনা,
জানি না এই অপ্সরীটা
কোন মানবের ভাগ্যে জোটে।
(সংক্ষিপ্ত)