আমাদের ভালবাসা শুন্যে ভাসমান,
পায়ের নিচে মাটি নেই, ছুঁতে চাই আসমান,
ছেড়ে বাংলা ঐতিহ্য, ধরি বিদেশী কালচার,,
বড় বড় বুলি বলি, লোক হাঁসানো ভাঁড়,,,,,
লাভ বিনে কাজ কাম সকলি পন্ড,
বক গুলো এখন সব ধর্মে অন্ধ..
বিশেষ দিবসে শুধু দেশপ্রেম জাগে,
সারা বছর ছোট “দেশ” সার্থের আগে,,
পেটের ক্ষুধা কি বোঝে গণতন্ত্র,
শীতের প্রকোপে শুধু চাই বস্ত্র..
কি আর বুঝবে বল বিজয় দিবস,,
যে শিশুটি সারা দিন দিয়েছে উপোস।