কবিতা লিখব বলে,
বসে আছি খাতা খুলে,
কলম ধরা আঙ্গুলে,
হয় না তবু কিছু লেখা।
কোন কথা নাই মনে,
লিখবার প্রয়োজনে,
বৃথা বসে এই ক্ষনে,
কাগজে শুধু আকিঁবুকিঁ আকাঁ।
মনে যত কথা ছিল,
জানি না সব কোথা গেল,
কেন এই দশা হল,
মাথার ভিতর দেখি ফাঁকা।।
কেন অস্থীর হল প্রাণ,
বাড়ল সব পরেশান,
কে বা মারল বাণ,
যন্ত্রণা জন্মাল মর্মমূলে।
কারে জানাব ব্যাথা,
কে বা শুনবে কথা,
কে দিবে বারতা,
কে জুড়াবে এই দিলে।
যারে ভালবাসি আমি,
যার তরে পগলামি,
যারে ভাবী দিবাযামী,
তারেই বলি কি সব খুলে??