হে প্রিয়তমা বধূ,
তুমি মোর কবিতার খাতা।
এক সাথে বাঁধা এক গুচ্ছ
সাদা কাগজের পাতা।
একা ঘরে তুমি বন্দীনি,
আমি ব্যস্ত নানান কাজে,
তবু তুমি হাত নাড়ো সারা দিন,
বসে এই হৃদয়েরই মাঝে।
তোমায় ভাবি না আমি কখনো,
তবু তুমি ভাবনা কে ঘিরে।
জন্মাতে মোর প্রিয় সন্তান,
তোমার নিকটে আসি ফিরে।
দৈনন্দিন কাজ সারা হলে
আমার গন্তব্য থাকে বাড়ি।
মনে মনে প্রহর গুণে যায়,
কখন রাত হবে ভারী।
নিভে গেলে সব ঘরে আলো
সারা বাড়ি স্তব্ধ হয়ে যায়।
একান্ত তোমার সাথে
মিলিত হবার সেইতো সময়।
তখন জাগে এই মনে
সৃষ্টির আকাঙ্খা, কামনা।
স্থান খুঁজে নিয়ে তোমার বুকে,
আকিঁ নতুন চিত্র, আল্পনা।
কিছু সৃষ্টির উল্লাসে করি শ্রম,
আনন্দে, ক্লান্তিতে চোঁখ আসে বুজেঁ।
নতুন কিছু বাহির করার চেষ্টা করি,
ধূলোপরা পুরোন স্মৃতির পাহাড় খুঁজে।
মাথা থেকে পড়ছে ঝরে, কলাম দ্বারা
তোমার গর্ভে একে দিচ্ছি যা।
সেগুলো কিছু শব্দ, কিছু বাক্য,
কিছু এলো মেলো কথা।
তোমার গর্ভে আমার কথা, বাক্য, শব্দ,
এক হয়ে যখন পাই সার্থকতা,
তখনই জন্ম হয় প্রিয় সন্তান আমার,
একটি নতুন কবিতা ।।