কোন রাত জাগা ভোরে দেখেছি তোমারে,
কতবার তোমায় এঁকেছি কল্পনাতে।
ধরা দিতে চাঁদ হয়ে রাতের আধাঁরে,
হারাতে বার বার ঘুম ভাঙ্গা প্রভাতে।
কতবার পেয়েছি তোমায় এই বুকে,
কত দূরে গেছি আমি তোমাতে হারায়ে।
নিরালায় নির্জনে ঘুম জড়া দু চোঁখে,
দেখি তুমি মোর পানে দু হাত বাড়ায়ে।
হারিয়েছি পেয়ে শুধু স্বপনের মাঝে,
পাওয়া খোয়া সব হয় স্বপ্নের দেশে।
বাস্তব মেলেনা তার সাথে কোন কাজে,
এলেনাতো মোর কাছে কভু ভালবেসে।
হয়তো সব ভুল ও সবই অলীক,
তবু মন স্বপ্নে মজে আছে ঠিক,