বন্ধু তুমি ছিলে চির চেনা
আজ বদলে গেলে কেন জানিনা !
তোমাকে ছাড়া চলতে গেলে,
একলা পথে কদম সড়ে না।
কবিতায় আমার শুধু কথায় ছিল,
তোমাকে পেয়ে যেন ছন্দ পেল,
এখন একা তোমাকে ছাড়া,
কবিতা লেখার কলম সড়ে না।
দু চোখে আমার কত স্বপ্নছিল,
তোমার ছোয়ায় যেন জীবন পেল,
একলা এখন তোমাকে ছাড়া,
দুঃ স্বপ্ন ভয়ে দু চোখ বোঁজে না।
একলা ছিলাম ভালই ছিলাম,
কেন যে তোমার দেখা পেলাম,
তোমাকে ছাড়া ভাবতে গেলে
এই জীবনের হিসাব মেলে না।