প্রথম কদমফুল দোলায় যে বায়ু,
বর্ষার শুরুতেই শুরুহয় ভালবাসা।
বর্ষার সাথে সাথে ফুরাই তার আয়ু,
আবার হয় প্রেম ফিরে এলে বরষা।
প্রেয়সী কদমফুল ভালবাসে তারে,
তাকেও ভালবাসে প্রিয়তম বরষা।
দু জনেই ফিরে আসে তাই বারে বারে,
বুকে বেঁধে আনে প্রেম আনে ভালবাসা।
বর্ষার বাদল ধারা যখন ঝরবে,
চারিধারে যখন ঘনাবে অন্ধকার।
শ্রাবণের সে রাতে মোরে মনে পড়বে,
তুমি মোরে ফিরেপেতে চাইবে আবার।
বর্ষা, কদম চলে যায়, আবার আসে,
আমিও আসব ফিরে, শুধু দীর্ঘশ্বাসে।।