আছিলাম ক্ষীণকিট, ঘৃণীত, নাপাক।
দয়া করে দিলে তোমার জঠরে স্থান।
ভ্রূন থেকে হনু আমি মানব শাবক,
জন্মিলাম ক্ষুধা লয়ে তুমি দিলে স্তন।
নামহীনে নাম দিলে, দিলে পরিচয়,
শত ভালবাসা দিলে চেঁপে রেখে বুকে,
কাঁদার পুতুলে দিলে মানব অবয়,
প্রথম কথার ধ্বনি ফুটালে এ মুখে।
হৃদয় জুড়ে তুমি করছ অবস্থান,
তোমার স্মৃতি ভুলে কেমনে এ অধম।
তোমার কীর্তি এ জীবনে চির অম্লান,
তোমার চরণে মোর হাজার সালাম।
জননী, কেমনে শোধিব তোমার ঋণ।
ঐ পদে ঋণী মানব জন্ম চিরদিন।