গাঁথিয়া কথার মালা লিখিনু কবিতা,
সে তোমারে স্মরণ করিয়া বারে বারে,
কোনদিন চাহিয়া দেখিলেনা তুমি তা,
দম্ভভরে ঘৃণা করিয়াছ কবিতারে।
সুর দিয়া কথা দিয়া বাঁধিয়াছি গান,
মন দিয়া গাহিয়াছি তোমারই তরে,
তুমি শুধু শুনিবার করিয়াছ ভান,
শোননি ক, ভুলিয়াগিয়াছো অবসরে।
তুমি আমি চলিয়া যাইব একদিন,
দেনা পাওনা হইতে অনেক উপরে।
মোর কবিতা, গান হইবে না বিলিন,
অমর রবে তা, সব প্রেমিকের তরে।
তব বিরহ মোরে করেছে শিল্পী, কবি।
তোমারে পাইলে বিফলে যাইত সবি।