ওরে ঘুড়ি আকাশে
ভর করে বাতাসে
যত দুরে যায় যাক
পাঁকা ডোরে বাঁধা সে।।
আকাশের বুক জুড়ে
ঠিকানা খুজুক ঘুড়ে
নামবে মাটির বুকে
যত দুরে যাক সে।।
আমি এক লাল ঘুড়ি
সুতো বাঁধা নাটায়ে
যত দুরে মন চায়
দেয় মোরে পাঠায়ে।।
ছেড়ে দিয়ে আকাশে
সীমাহীন অসীমের প্রন্তে
কতটা স্বধীন আমি
দেয় মোরে জানতে।।
আজ আমি ঢাকায় উড়ি
সুতো বাঁধা বাড়িতে
এক দিন ফিরে যাব
সেই রাজশাহীতে………।।