নিজেকে নিশিত উজ্জাপনে
তোমার বেলাগাম স্মৃতির বিজ্ঞাপনে,
এ চোখ রাখি মুঠো ফোনে
জানিনা কি চায় শুধু মন জানে।
আমার উন্মাদ ফুরফুরে এ মন
আর ভয়ে মন কেমন কেমন,
তোমার প্রেমের উৎযাপন
অচিরেই বুঝেছি যখন।
হয়তো তুমি আমি কোন এক সন্ধ্যা
এলোমেলো কবিতার ছন্দে,
গ্রেফতার হতে রাজি
তোমার ভালোবাসার দ্বন্দ্বে।
জানি এ নষ্কর জীবন
আর কাল্পনিক স্বপ্ন ঘেরা মন,
হয়তোবা বুঝেছি অনেক বেশি
তাই মনে মন এর কাছাকাছি।
নির্বাক হয়ে বলে যাই
"বলছি প্লিজ শোনোনা
শুধু একা পথ হারিও না"