অনর্থক অনেক কথার, এলোমেলো জটিলতার,
সমাধানের নেই কোনো ইচ্ছে,
মিনিটের নীরবতা, অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে,
মরে যাওয়া নক্ষত্রের শেষ স্বপ্ন সফলতার।

আবেগী মনের ডুবতে থাকা প্রাসাদের চূড়া ,
বেলাগাম ভালোবাসা ছুঁতে চায় অনবর ,
ডানা মেলতে চায়, খুঁড়ে অতীতের বিষাক্ত কবর,
দূষণের চাদরের শহর ছেড়ে ,
কোনো পংখিরাজের সওয়ারী করে,
চেনা পথে হারিয়ে, সুশীল সমাজ পেরিয়ে,
শেষ স্পন্দন শেষ হবার আগে,
খুঁজে নেবো অমৃৎসম এক টুকরো ভালোবাসা।

অভিশাপের বিগত জীবনের পাসবই ছিঁড়ে,
শিরদাঁড়া হীন সমাজের ব্যস্ততার ভিড়ে,
না বলা কথার শেষ লাইন ধরে
সাক্ষাৎ হবে এই ক্ষুদ্র আনন্দের আবেশে
মিষ্টি আলাপের স্মৃতি মধুর সময়ের সেই
প্রথম সংলাপের অনুভূতিকে দেবো অমরত্ব ।