অস্থির এ সময় ভয় ক্রমে করে জয়
জানি বুঝবেনা তুমি মনে নিয়ে সংসয়,
যদি আবার বাঁচিয়ে তুলি জীবনের তোরণ
জীবন লিখে দেব যে বেঁচে থাকা তোর কারন
খোলা নীল, কালো হয় বুঝতে কি পাস
সেই কালো মাখা নিলে পারি দেবে
ডানা মেলে স্বপ্নের পেগাসাস্।
আরো কিছু বলার ছিল সারাদিন রাত
বছর পেরিয়ে জীবন যা বলার জন্য যথেষ্ঠ নয়,
আমার মৃত্যু নেই
মরে যাবো ফিরে আসব
নরকের দেওয়ালে আঁকি-বুকি করে
শরৎতের কাশফুল হয়ে
ভরিয়ে দেব তোমার চেনা শহর
তোমার বিষাক্ত নীল-কালো আকাশ
সবুজে ঘিরে দূর করব যাবতীয় সংসয়,
যেভাবে বেঁচে আছে অফুরন্ত ভালোবাসা
এই নিউক্লিয় পৃথিবীর ধ্বংসয়।
"প্রেম হীন ভালো আছি"
বারেবারে এই মিথ্যা বলে
মনকে বুঝিয়েছি নানান ছলে,
এই এলোমেলো স্বপ্নের ভিড়ে
হ্যাজাক লাইটের ঝলসানো আলোয়
কার্বনের ঢেকে যাওয়া পৃথিবীতে
প্রানহীন কংক্রিটের বিশাল চাদরে
নোনা লাগা সমাজতন্ত্রে, বিবাগি মন্ত্রে
মায়া কেটে পিছু টানের সরযন্ত্রে
আমার ক্ষত মন শোনেনি বারন
নিয়ম অজুহাতে মনে আসো তুমি আমারি মতন।
একটু সময় আরো নেবো
কিছু সমাধানের সময় লাগবে
ফিরবো আমি ও
বাতাসের পোড়া গন্ধ যখন কাটবে
হাতে হাত না রাখি পাশাপাশি চলতে
হাজার বছর না থাকি
এক মুহুর্তে হাজার বছর বাঁচতে
ওদের ও দেখানো আছে
যারে চেয়েছিলো সর্বনাশ
যাদের গড়ে যাওয়া এই ধূসর মরুভূমি
পাড়ি দেবে তোমার আমার পেগাসাস্।
দীপু