না খাওয়া মানুষের ভিড়
ফুটপাত আকাশ যাদের নীড়,
যদি তুমি না দেখতে পারো,
হর্সপাওয়ারের গাড়ি
স্যান্ডুইচ কিংবা নারী,
জীবন মানে যদি তাই হয়
পরোয়া করিনা তোমায়।
পরোয়া করিনা
তোমার বিলাস বহুল বিলাসিতা
মুখোশে ঢাকা সত্যতা,
মনে রেখো!
ব্রান্ডের পোশাকের কালি
মোটা কপড়ের ড্রাইভার কিংবা মালি,
সে কালির জাত একই তাই
তোমার মানবতার দেয়ালে লিখে দিতে চাই
পরোয়া করি না।
এই সবচেয়ে মোক্ষম সময় এসেছে
পাশে দাড়াই ঘুড়ে দাড়াই
সংঘবদ্ধ হয়ে তাড়াই
১-১০০ করছে যারা ভষ্ম
শূন্য ব্যালেটে হারাই।
যেখানে ক্ষুধার্ত শিশুর দিন কাটে অনাহারে
প্রতিবাদকে দুমড়ে মুচড়ে দেয় কারাগারে
সেই প্রতিবাদিদের সালাম
শাসকদের ঘৃণা করি।
যেখানে মা জাতির দিকে ঘৃণ্য নজরে
উন্নত নগরে হাত মারে পাঁজরে,
কোনো এক ফাঁকে,
বাইপাস ঘেঁসা সূপ্রভাতে কেহ
দেখে,
পোশাক হীন পরে থাকা মরা দেহ,
তার প্রতিবাদ মর্গের অন্ধকার ঘরে
মুখোশ ধারী নিহত করে ,
মিথ্যে পোষ্ট মর্টেম রিপোর্ট বেরকরে
সেই সমাজকে ঘৃণা করি
সেই শাসকদের আমি মানি না।
আমার এই কবিতা যদি মুছে ফেলা হয়
যদি খাতা কেড়ে দেখায় মৃত্যু ভয়,
আমি সহৃদয় বেছে নেব মৃত্যু।
আমার খাতা কলম কবিতা দেহের
চিরাগ থেকে জন্ম নেবে,
শতশত ফিনিক্স যে ফিনিক্সের আগুন
শাসকদের কাড়বে ঘুম,
সেদিন উঠবে নতুন সূর্য
আসবে নতুন দিন।
কারন আজো আমি ভরসা রাখি
কিছু উন্মাদ যখন দেখি,
যারা এই জ্বলন্ত দাবানল থামিয়ে
সবুজে ভরিয়ে দেবে পৃথিবী
তাদের আমার সালাম
তাই আমি মৃত্যু পরোয়া করি না।