সমাজের নোনা লাগা বিকৃত মগজে,
যাবতীয় মানে হীন শব্দ বিহীন কাগজে,
সৌজন্যের বারুদ বিহীন যন্ত্রে
সভ্যতার থেমে থাকা চাকার মন্ত্রে,
শব্দ স্বাধীনতার গড়া বৃত্তে
বেসামাল পরে থাকা ব্যস্ততার মত্তে ,
নিয়ন আলোয় ডেকে যাওয়া অন্ধকারে
সকাল শেষে রাতভোর যৌনতার দ্বারে।
যে পথ নিয়ে যায় চিরনিদ্রায়
আমি সেই পথে মুক্তি চাই।
বিজলী বাতির আলোর তাবোরে
মোমের শিখার নিভে যাওয়া কবরে,
সবজান্তা সমীপেষু হাজার রং ধারি
জীবনে আঘাতে খুন হওয়া মানুষের সারি,
নর্দমার জলে ভেসে যায় জীবন তরী
কালো চোখে, কালো জল বয়ে চলা নারী,
সে সমাজ পারি দিতে চাই
তাই আমি মুক্তি চাই।
যেখানে নূতনত্ব সংখ্যালঘু নির্যাতনে
গিরগিটির মাথা উঁচু বিবর্তনে,
কসাই আর মানবতা এক করে
বিদ্রোহী মাটি নাকি এক ঘরে,
ভালোবাসার আবেগের বশ্যতার শহরে
বরফ বয়ে যায় যুবকের পাঁজরে,
ধর্ষ কামানার হাড়হীম্ কারাগারে
মিথ্যার জিতে যাওয়া দরবারে,
ধুনুচির শিখায় মত্ত আধ্যাত্মিক কালে
বিবেক বিহীন মানুষের জালে
এই অমানবিক নির্যাতনের ফলে,
শত সহস্র চাবুক বুকে নিয়ে যাই
তাই আমি মুক্তি চাই।