আমি বিশ্বাস ভাঙ্গতে দেখেছি
জন্মাতে দেখেছি অবিশ্বাসের ডানা,
ফিরতে দেখেছি শকুনের দল
যা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ডুবে যাওয়া মনোবল।
সুখের কুয়াশা ভেজা চাদরে
বিষাদের কালো ছায়া দেখেছি,
ভালোবাসার সাজানো লাল গোলাপ
ধূলোয় মিলিয়েছে যাবতীয় কার্যকলাপ।
মস্তিষ্কের গজরামি ভালোবাসার চাপে
ক্যক্টাস বিছিয়ে মনের সিঁড়ির প্রতি ধাপে,
ইস্ট্রোজেনের মায়া কাটিয়ে
বারুদ বুনেছি এ হৃদয়ে।
শব্দ স্বাধীনতার জঙ্গলের মিথ্যে শহর
আমি করি ঘৃণা, হই চুরমার,
আমি মনে করে অতীত
ভুলে যেতে চাই বারবার।