আমি বহু বছর ধরে অপেক্ষায় পথ হারাবো বলে
পথ হারানোর ইচ্ছে আমায় আনন্দ দেয়
কাটায় মায়া, কাটায় যুদ্ধে হেরে যাবার ভয়
কোনো দৈব ছলে, অলৌকিক মায়াজালে।
পৃথিবীর শেষ আলো এক মুঠো ভরে,
বয়ে যাবো নোনা পথের ধার ধরে।
তোমার নামের সুনামির জলোচ্ছ্বাসের ধারা,
সমুদ্রসম বুকে বয়ে হবো আমি সর্বহারা।
খুঁজে নেবো ভালোবাসার মায়াজালের রহস্য
ভেঙে দেবো বৃত্তে ঘেরা কাঁটাতারের আদর্শ।
চক্রভূহের চক্রান্তের সমাধানের সূত্র ধরে
আজও মনের ভেতরে সেই জীবন্ত দাবানল পোড়ে
পুড়ে যায় অবলীলায় সেই প্রাচীন ইতিহাসের আসায়,
বিষাক্ত ছোবল হার মানে গভীর ভালোবাসায় ।
সব দম্ভ শেষ করে, সব শেষের ঠিক আগে
স্বপ্নে ভরা এক চিঠি আসে বেনামী খামে
আমায় ভাসিয়ে নিয়ে যায় অজানা প্রেমে
কোজাগরীর জোসনায় মাতাল করে
শুকনো গাছের অঙ্কুর আসে তার আদরে।