আমার আকাশ কালো করা অভিমানী মেঘের
জমকালো বিদ্যুৎ এর আলোয় আমার পথ চলা
মায়া ভরা শীতল হাওয়া উষ্ণতা অনুভব ছোঁয়ায়
শিরায় শিরায় অবাধে অনন্তকাল আনমনে কথা বলা
অস্থির পৃথিবীতে স্বপ্নে বিভোর ক্ষণিকের জন্মে
প্রতি ঢেউ এর শেষ প্রান্ত ইচ্ছের মৃত্যুর সমনে
ঝকঝকে আলোয় ঝাপসা চোখে স্বপ্নের সাগর
সাদাকালো ক্যানভাস তোমার আমার প্রিয় নগর
প্রথম সেই দিনের মিথ্যে কথা দেওয়ার খেলা
জীবন জীবনের সাথে চলা প্রজাপতির রংয়ের মেলা
এক মুখি চুম্বকের বিপরীত মুখি বিকর্ষণ সূত্রে
ভুলেছি তোমার ফেরা অসম্ভবের গোত্রে
একা কি একক জনশূন্য এক পৃথিবী চাই
পৃথিবীর শেষ স্পন্দনের অনুভব নিয়ে মিশে যেতে চাই ,
তাই নিজেকে এভাবেই বোঝাই
" মন যেখানে আবেগ প্রবন
স্বপ্ন বিভোর রাত দায়িত্বশীল কাঁধ
সেখানেই কান্নার শ্রাবন
সেখানেই শেষ চোরা আঘাত"।