শরীর স্পর্শের স্পর্ধা ছিলোনা
কিন্তু বাতাস ছুঁয়ে দেখেছি বহুবার
মন ভাঙ্গার প্রশ্নই নেই
আবেগের খুন করেছি বারবার।
ব্যর্থতার গ্রাসের অনুভূতি
তোমায় না পারে ছুঁতে
ছন্দহীন জড়তা সম গতি
প্রতিক্ষনে চাই তোমার হতে।
শুনেছি তোমারো
হাঁসির মাঝে বুকে বয়ে যায়
বিষাদের ঢেউ
যে অন্ধকার বোঝেনি কেউ
তুমি নাকি একলা হাজার ভিড়ে
তুমি নাকি গান বাঁধো
উন্মাদ হউ চেনা সুরে
চেনা চেনা মুখ গুলি নতুন লাগে
ঝাপসা হয় অতীত গুলো
যে চোখের পলকেই প্রেম জেগেছে
সে চোখে জল দেখি কি করে বলো।