জন্মের রক্তলাল ক্লেদে ডুবিয়ে মাথা,
নিরুত্তাপ আঁধারে অপেক্ষায় ছিলে
শুনবে বলে আলোর গাঁথা।
প্রাণ নিয়ে ছিলে জঠরে,শুধু জন্মের জন্য
মুঠো করে অনুভূতি তুমি,কেঁদেছো বন্য।
তোমার পরিচয়ের প্রত্যাশাকে,
প্রত্যাখ্যান করবে যারা,
জন্মপর.....বলে দিলো তারা...
সভ্যতার শরীর আর শিয়রের চুল
-জানলে নির্ভুল।
কেবল তোমার জন্মছাড়া।