সময়ের সাথে জড়িয়ে থাকা সম্পর্কই জীবন,
বোধের তীরে দাড়িয়ে,
মনের ভাবনার স্রোতে ধীর চোখ মিশিয়ে,
গাছের শেকড়ের মতন জমে যাওয়া পদে,
আরো হেটে যাওয়ার শ্বাসই জীবন।

এ জীবন মানেই একান্ত শুন্যতার আলোতে
এক দুই অংক গোনা,
ভাবের ভাবনায় হিসেব মিলে,
জীবন তবু হিসাবের জের টানে না!

যেন এ জীবন মানে এখনো পথ পাথরে গল্প লেখা,
প্রীয়দের প্রতিবিম্বে বারং বার নিজের খোজ জেনে রাখা!
অভ্যাস!
থাকার অভ্যাসের যত্নে ভিতরটা খুজে দেখা!

সেথা এখনো শুন্যতার সৈন্যরা
শুন্যের সাথে তলোয়ারে গুন খেলা খেলে।
কাটে ক্ষণ,হিসেব মিলে।
পাই নীলকন্ঠ আধার,
সফেদ ডানার শীতল সমীরণ,
দেখি ক্লান্তির দাগের মতন মুছে যাওয়া
শুভেচ্ছার লাল গোধূলীও.....
এই তাই আধেক একান্ত প্রতিচ্ছবি,
আধার বিলাসী অতল জলের তীরে...
শুন্যতার সুখ বেশ ভালো
লোভের এই অসুস্থ শরীরে!