স্মৃতির আয়নায় চোখ ধরে রেখে আর কি হবে!
কি হবে যদি,
মাটিকে বুকে চেপে ঘুমিয়ে পড়ে
জ্যান্ত শতাব্দী !
খোলা চোখের সাথে,
দৃষ্টির হাতে হাত রেখে চলা
সব সময়ের সুন্দরগুলো,
ছিন্ন হয়ে যায় যদি ঝরা পাতার মতন....
তবে কি,
সময়ের প্রতিবিম্বে আবার খুজবে সুখগুলোর ছায়া!
আহত ব্যাথার মায়া ছেড়ে,
তোমার পলক নিভিয়ে
জ্বালো শীতল আধারে ঐ আলোমন...
এ জীবন মানেই বেচে থাকা,
বাকি আবেগের মায়া!