পৃথিবীতে চলছে অবাধ অনাচার!
সময়ের সংগম!
একা বিবেক পথের ধারে দেখে,
অস্তিত্বের জখম।
আলোর বিলাসে মজেছে ওই
ধনতান্ত্রিক শিশ্ন,
লাশ বেচে খায়,
মুর্দা খেপায়,
প্রাণ শোষে দাঁত তীক্ষ্ণ!
এখানে নব জন্মের জন্য নির্ধারিত হয়ে গেছে নাম,
আয়নার সামনে দাড়িয়ে নিজের পরিচয় খুজতে হবে নাহ আর,
এখানে অসময়ে নাম ধরে হয়ে গেছে সময়ের বদনাম,
আমি তুমি আর আমরা সকলেই,যে যেমন - যা তার।
তাই বসে আছি,
একটা নিষ্ক্রিয় পাথরের মতন সবুজ ঘাসগুলো ঢেকে,
আমার আর ভাব হবে নাহ কোন হলুদ বিবেকে!
আমার তলে চাপা পড়ে আছে এক দেহ অন্ধকার,
আলোর বিলাসে ভেসে,
আমারি যেন অবাধ অনাচার।