পাথরের বাস্তব মাখি,
দৃষ্টি পথের বাস্তব মস্তিষ্কে তাপীয়ে সহস্র মানুষ ছুটছে পথে- দেখি।
সবকিছু কেমন যেন থামবে না মনে হয়। থামে না ।
গুন গুনগুনিয়ে, ভাগ ভাগিয়ে, থামা হয় নাহ ।
জীবন্মৃত বৃদ্ধের হাতকাটা অতীত গুলো,
শহরের আঁধারেই থাকে।
নিশাচরের হাতে জ্বলতে থাকা সিগারেটে,
কেউ সুখ খুঁজে রাখে ।