তুমি আর তোমার পরাভূত সময়,
পৃথিবীর আলোকের ভ্রমে ভাসছে,
ভাসবে অন্য আলোয়,অন্য সময়ে।
যদি বারবার,
ঐ আলোকের ভ্রমের বিপরীতে এসে থামে তোমার অস্তিত্ব...তবে জানবে তুমি বেচে আছো,
বেচে আছো পৃথিবীতে...
বেচে থাকা মহাবিশ্বের জীবন্ত মানুষ হয়ে ।
জানি,
মহান মনুষ্যত্বের বিবেক খুজে খুজে তুমি পরাভূত।

আগাছার অংকুরে জেগে থেকে তুমি
সকল প্রাণের বট বিটপ হবে বলেই বেচে আছো..
বেচে আছো কারণ একদিন,
পাতায় ঢেকে সরল মানুষের দুখের ক্লান্তি,
রুক্ষ মুখে দেবে শ্রান্তির ছায়া,
শেকড়ের জলে তৃষ্ণা নেভাবে অধিকারের আগুন,
গামছা পেতে ঘুমাবে একা সুখী,
সেদিন তোমাতেই থমকে যাবে সময়,
দাড়িয়ে থেকো,পরাভূত হবে পথের মায়া।