তোমার সাথে কি হতে পারে প্রেম স্পর্শহীন গন্ধে আবার!
কপোতের মতন ওচোখে দৃষ্টি না রেখে আর,
সময়ের ধার বেয়ে চলা এই ছায়ার!
দৃষ্টির প্রতীক্ষা করি,
তোমার চুলে বাঁধানো বোবা বাক্যে স্বপ্ন ছুড়ি।
তুমি চাইবে মুখ তুলে সূর্যমুখীর মতন,
পলক নেবে তোমার দৃষ্টির যতন।
........
হলুদ দুলে জড়িয়ে ঘ্রান,
অপূর্ণ স্বপ্নরা আমার বাঁচবে অফুরান।
নাহ!ত্বক নয়,
নয় ঐ জৈবিক প্রণয়…
জানি মায়া বয়!তবুও,
বীথিকার ছায়াটুকু আমাকে দিও।
সে ছায়া বয়ে যাবে,
মরুপথের রুক্ষ এ দানব,
অমানুষ ভেবে তাকে ভুলে যেও।