তোমার অদ্ভুত ছায়া এখন বদলে গেছে,
এতদিন পৃথিবীকে অধিকার করে ছিলে আরো বেশি,
এখন সে অনধিকারেই হলে ছদ্মবেশি।
তোমার আলো মাখা কালোর পরশ চায় পৃথিবী,
জানলে না যে সে ভাবনা বুঝে না,
সে বলে, "তোমার ছায়ার পরশ ভালোবাসি।"
তোমাকে চিনতে পারছে না দেয়ালগুলো,
তোমার খাচায় তুমিই অচেনা এলোমেলো।
ভাবো এমনই হয়,
বেঁচে থাকার প্রেমে,
মৃত্যুর অপচয়।
তুমি হারিয়ে ফেলেছো পৃথিবীর অধিকার,
তুমি হারিয়েছো অধিকার জীবনের,
যদি ফিরে চাও ঐ ছায়াকে,
আঁধারে হারাও নিজেকে
আবার গড়ে তুলো,
হতাশাকে প্রতিটি দেয়াল হতে তুলে আনো,
মুখে মাখো,দেখবে তোমায় চিনতে পেরেছে
পৃথিবীর সব ছায়াগুলো।