একটি লাল প্রজাপতি ঢাকা পরেছে তোমার বসনে,
সবুজের হতাশ দোলনের পাশে,বাতাসে মিশে
তুমি, শামুকের খোলসে চিবুক লুকিয়েছ মৌন মনে।
বিকেলের গোলাপি আলোয়,
ফুসফুস হতে চোখের শেষ পথে,
একটি দীর্ঘশ্বাস যেন ডানা মেলে উড়ে গেছে,
তিমির দিগন্তে সাদা আলোর বিন্দু বেদনায়....
বলে গেছে একা একা তোমার চোখের কথা!
প্রজাপতি দেখি নাহ কতদিন!
প্রেমের প্রবালে সব আবেগ যেন প্লাস্টিক হয়ে জমা হয়....
ভাগাড়ের পঁচা লাশের বাতাসে,
যন্ত্র-সভ্যতার কংকাল ক্ষয়ে যায় পৃথিবীর ঘাসে।
দুষিত নিঃশ্বাসের ত্রাসে,
প্রজাপতিটি ইতিহাসে মিলায় প্রতিদিন।