নেই,
যদি তবু বলি আছে
খুব জোর হবে সময়ের কাছে,
মনের ভিতর কি কিছু আর বাকি আছে!

শাসনের তর্জনী কেটেছে,
রক্তে ধুয়ে গেছে সময়ের আয়না,
পথের পায়ে পায়েল হারিয়েছে পারাবত,
কালো মেলেছে আলোর পথ অচেনা!

আর কিছু বাকি নেই.....
স্তম্ভিত আর একটু পরস্পর-
নীরব আলেয়ার পর্দায় আগুনের ছায়া দেখে,
চিনচিন ক্ষত হৃদপিণ্ডে মেখে,
আমি শুনেছি-তুমিই বলেছ সুধা নেই।