একটা গুলি, বুক ছিদ্র করে বের হয়ে গেল।
রক্তাক্ত দেহে সাদা পাঞ্জাবিটা ঈষৎ বিকট_
লাল রঙে রঙিন যেন ঠিক নিশানের_
সবুজের বুকে খচিত লাল বৃত্তটাকেই ইঙ্গিত করে।
চোখদুটি ঘোলাটে লাল। আকাশ ভেঙে পড়ছে,
অন্ধকার হয়ে আসছে যেন চান্নি নেই বিন্দুমাত্র।
অতঃপর এই ব্ল্যাকহোলের কৃষ্ণ গহ্বরের ন্যায় সাড়ে
তিন হাত গভীরের অন্তিমে চলে গেল।
একটু কাঁপলো না প্রাণটা?
কার বুকে গুলি ছুড়ছি? কিসের নেশায়,
কিসের আশায় কিংবা লাভে সত্যের মিছিলে_
নরপিশাচের ন্যায় জঘন্যতম গণহত্যার কাজ করছি?
আজ মানুষ তার স্বজাতি মানুষকে চিনে না;
বাঙালিকে চিনে না; বাংলাদেশকে চিনে না।
ভুলে গেছে স্বাধীনতার মানে!