লকডাউন দিয়েছে গরীবের ঘরে
উনুনে জ্বলে না আগুন
তিন বেলা নয় এক বেলা আহারে
রুটির কাঠে চলে না বেলুন৷
নুন আনতে পান্তা ফুরানোর গল্প
রোকেয়া বলছে প্রবন্ধে
জরিনার মতন শত রহিমার মাথায়
তেল দিতে পারেনি কেশে।
কর্তাবাবু নিশীথে করে আহাজারি
মা মেয়ে গলায় ধরে বলে
কখন জুটবে পাতে ভাত পুরোপুরি?
কবে মিলবে শান্তির খনি?
গরীবের উদরে লকডাউন দিয়ে
ধনী হচ্ছে আরও ধনী
এইভাবে চলতে থাকলে মরবে নির্ধন
ধুকে ধুকে দিন রাত্রি৷