সুখের লাগি দৌড়াইয়া কুড়াইলাম এক দণ্ড শোক
হাসি তবুও এই দুনিয়ায় আমার নাই কোন দুঃখ;
শোকের মহাসাগরে সাঁতার কেটে পাই নাই কূল
কাঁদি তবুও এই বসুমাতায় নাই কোন অভিযোগ।
বেলা শেষে রক্তিম সূর্য ডুবে হয় ঘন তিমির রাত
আলোর খেলায় মেতে উঠে স্ব আলোহীন চাঁদ।
আলো নেই আলোতে অধুনা সমতল পৃথিবীতে
সুখে শোক অনড় মিছে-মায়ার অদ্ভুত মিছিলে;
মানব আমি চাইনা আর; চাইনা সুখের আলো
যে আলোয় চকচক করে অভিশাপের কালো।
সুখ ঢের নীচ! খুঁজতে গেলে সাইক্লোনের বাঁধা
শোক শান্তি! মৃত্যুর মিছিলে যেতে পাই না মানা;
নাই কোথাও সুখ, কোথাও নাই মানব সুখী
সুখ দুঃখ যে একে অপরের পরিপূরক কীর্তি।
সুখের পেছনে ভেসে ভেসে পাইনি কোন কূল
হাসি তবুও কাঁদিনি অবতরণ করা যে মস্ত ভুল।